সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চেলসি টটেনহ্যামের সাথে জয় পেলো

প্রতিনিধি: / ৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে গত বৃহস্পতিবার এক রোমাঞ্চকর ম্যাচে চেলসি ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পারকে। আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের একমাত্র গোলে জয় পায় ব্লুজরা, যা তাদের আবারও প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে ফিরিয়ে এনেছে এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার সম্ভাবনাকে জোরদার করেছে। ম্যাচের ৫০তম মিনিটে কল পামারের নিখুঁত ক্রস থেকে একেবারে ফাঁকা অবস্থায় হেড করে গোল করেন ফার্নান্দেজ। কিছুক্ষণ পরই মঈসেস কাইসেদোর দুর্দান্ত ভলিতে চেলসি আরেকবার বল জালে জড়ালেও ভিএআর চেকের পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। একইভাবে, ৬৯তম মিনিটে টটেনহ্যামের বদলি খেলোয়াড় পাপে সার দুর্দান্ত এক শটে গোল করলেও তা বাতিল হয়ে যায়, কারণ ভিএআর দেখায় যে তিনি গোলের আগে ফাউল করেছিলেন। খেলার ৮৯তম মিনিটে টটেনহ্যাম সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিনের শট গোলের দিকে যাচ্ছিল, কিন্তু চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ অসাধারণ সেভ করে দলকে এগিয়ে রাখেন। এই জয়ের ফলে চেলসি এখন ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট এগিয়ে। নিউক্যাসল ইউনাইটেডও পেছনে রয়েছে। তবে চেলসির একটি ম্যাচ হাতে রয়েছে, যা তাদের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার আশাকে উজ্জ্বল করছে। অপরদিকে, টটেনহ্যামের জন্য এটি ছিল হতাশাজনক ফল। তারা এখনও ১৪তম স্থানে রয়েছে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে হলে তাদের ইউরোপা লিগ জিততেই হবে।


এই বিভাগের আরো খবর