বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকার আকাশে আজ উড়ছে দিল্লির শকুন

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

ফয়জুল হাকিম
তোমাদের কাছে প্রতিটি ঘটনাই এক একটা বিচ্ছিন্ন ঘটনা,দূর্ঘটনা
রইসউদ্দিনের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরে গেলে
সাতগ্রামের মানুষ এসে জড়ো হলো,
কেউ নিয়ে এলো জ্বালিয়ে আগরবাতি,
কেউ বা গোলাব পানি,
মসজিদের মাইকে উচ্চ স্বরে শোনা গেল
‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’,
বিএসএফ-এর গুলিতে রক্তাক্ত রইসউদ্দিনের বুক,সে কি এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ?
তন্ন তন্ন করে সংবাদপত্রে কোথাও খুঁজে পাওয়া গেল না
বিদেশমন্ত্রকের কোনো বিবৃতি প্রতিবাদলিপি,
ঢাকার আকাশে আজ দেখ উড়ছে দিল্লির শকুন!
তোমাদের কাছে প্রতিটি ঘটনাই এক একটা বিচ্ছিন্ন ঘটনা,
ইতিহাসের কব্জি কেটে পাঠ্য বইয়ে ঘটে চলে ইতিহাস বিকৃতি,
শিশু মনে ঢুকে পড়ে আরএসএস-এর সূক্ষ্ম বয়ান
হিন্দুত্ববাদের জয়গান বিভক্তির বিষ,
শিল্পকলা চারুকলা ঘুরে কোথাও কেউ নেই প্রতিবাদে সেইদিন!
আমাদের কাছে প্রতিটি ঘটনাই
ঘটনা নয়,ইতিহাসের এক একটি বাক
সাতচল্লিশে বাঙলা ভাগ করে চলে দিল্লির রাজনীতি অর্থনীতি,
একাত্তরের ভূ-রাজনৈতিক ছকে এখনো সেই গুজরাটি দাবা খেলা,
২৫ বছরের গোলামী চুক্তি,মুজিব হত্যা থেকে পিলখানা হত্যা এইসব মনে পড়ে,
প্রণব মুখার্জির ঢাকা বিজয়,চুক্তির জালে ধরা চলে অবিরাম পদ্মার ইলিশ,
জালিয়াতির নির্বাচন শেষে সাউথ ব্লকে শোন ভিনয় কয়াত্রার হাসি,
বঙ্গোপসাগরে নতুন করে জাল ফেলে ডনাল্ড লু,
কোয়াড মহড়ায় ওড়ে মার্কিন যুদ্ধবিমান
আমাদের কাছে প্রতিটি ঘটনাই তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,আগামীর দিনলিপি!


এই বিভাগের আরো খবর