সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে উন্নয়নে  ঐক্যবদ্ধভাবে  কাজ করতে হবে ,বি সি এস  ফোরাম

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সন্তান যারা, বিসিএস অফিসার; তাদের নিয়ে গঠিত বিসিএস অফিসার্স ফোরাম। তারা বাগেরহাটের উন্নয়নে ঐকবদ্ধ ভাবে কাজ করার শপথ নিয়েছেন। তারা বলছেন, পাশ্ববর্তী জেলাগুলোর ব্যাপক উন্নয়ন হলেও দীর্ঘদিনে বাগেরহাটে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মত প্রতিষ্ঠানতো দূরের কথা কর্মসংস্থানেরও কোন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ভাঙ্গাচোরা রাস্তাঘাটসহ নানা সংকটে জর্জারিত বাগেরহাট। এখন সময় এসেছে সকলে মিলে বাগেরহাটে উন্নয়ন করা। বুধবার দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ যাদুঘর মিলনায়তনে বিসিএস অফিসার্স ফোরামের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সচিব ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মোহাম্মদ মশিউর রহমান

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ (অব.) ইফতিখার উল ইসলাম মল্লিক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন, অধ্যাপক ড. আবু জাফর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ছরোয়ার জাহান, বিসিএস (শিক্ষা) সাইফুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ জব্বার ফরাজি, অধ্যাপক ডাঃ গালিব, ভূমি ন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক পারভেজ হাসান, পুলিশের ডিআইজি মোল্লা আজাদ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মহিদুল ইসলাম, অধ্যক্ষ সাইফুদ্দিন, ডাঃ অসীম কুমার সমাদ্দার প্রমুখ।

পরে সচিব ড. মোঃ ফরিদুল ইসলামকে আহবায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা


এই বিভাগের আরো খবর