জ্যাক গ্রিলিশ ১৬ মাস পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন, ম্যানচেস্টার সিটিও সহজেই ২-০ ব্যবধানে হারালো লেস্টার সিটিকে। এই জয়ে সিটি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রেখেছে। গত বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় গ্রিলিশ গোল করেন, দ্বিতীয় গোলটি করেন ওমর মারমুশ। এই জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ১৯তম স্থানে থাকা লেস্টারের সংগ্রহ মাত্র ১৭ পয়েন্ট, অবনমন অঞ্চলের নিরাপদ স্থানের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে। ম্যাচ শুরুর আগেই মাঠের বাইরের ঘটনা আলোচনার কেন্দ্রে ছিল। পেপ গার্দিওলা টাচলাইন নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসে খেলা দেখেছেন, আর সিটির বহু সমর্থক টিকিটের উচ্চমূল্যের প্রতিবাদে প্রথম নয় মিনিটের জন্য গ্যালারি ফাঁকা রেখেছিলেন। ফলে, তারা গ্রিলিশের গোলটি সরাসরি দেখতে পারেননি। সিটির আক্রমণাত্মক শুরুতেই ম্যাচের গতি নির্ধারিত হয়ে যায়। জেরেমি ডোকুর মিডফিল্ড থেকে বল ছিনিয়ে নেওয়ার পর সাভিনহো নিচু ক্রসে গ্রিলিশকে পাস দেন। গ্রিলিশ ১৫ মিটার দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান। সিটি তাদের লিড দ্বিগুণ করে লেস্টারের গোলরক্ষক ম্যাডস হারম্যানসেনের ভুলের কারণে। তিনি সহজ একটি ক্রস ধরতে ব্যর্থ হন, ফলে বলের নিয়ন্ত্রণ হারান। ওমর মারমুশ সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন, তার শট বারের নিচে লেগে জালে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধে সিটির আক্রমণের ধার কমে আসে, লেস্টারও শুধুমাত্র স্কোরলাইন কম রাখার জন্য খেলতে থাকে। পুরো ম্যাচে তারা একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। তারা টানা সাত ম্যাচে গোলশূন্য থেকেই হারলো। ফলে রয়েছে অবনমনের শঙ্কায়।
ছবি:০৮
মেসির মায়ামিকে হারের স্বাদ দিলো লস অ্যাঞ্জেলস
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সকালে বিএমও স্টেডিয়ামে হওয়া ম্যাচে হোমগ্রোন ফরোয়ার্ড নাথান ওর্দাজ একমাত্র গোলটি করে দলকে লিড এনে দেন। ম্যাচের ৫৭তম মিনিটে নাথান ওর্দাজ ডি-বঙ্রে ভেতর চমৎকার টার্ন নিয়ে নিখুঁত এক শটে বল জালে পাঠান। এরপর লস অ্যাঞ্জেলসের রক্ষণভাগ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ইন্টার মিয়ামিকে গোলশূন্য রাখে। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসি একটি ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন। তবে তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এই জয়ের ফলে লস অ্যাঞ্জেলস ১-০ লিড নিয়ে আগামী সপ্তাহে মিয়ামির চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।