সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বুমরাহ চিকিৎসকদের থেকে দুঃসংবাদ পেলেন

প্রতিনিধি: / ৯২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

স্বর্ণডিম্বপ্রসু রাজহংস! ঈশপের গল্পের সেই লোক একসাথে সব স্বর্ণের ডিমের লোভে যে ভুলটা করেছিল, ভারতীয় বোর্ড কি সেই ভুলটাই করল? ইনফর্ম জাসপ্রিত বুমরাহকে অনেকটা বিরামহীনভাবেই সব ফরম্যাট খেলানো হয়েছে, ফলে যে চোট তিনি বাঁধিয়েছেন তা যেন সারছেই না। আর তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৮তম আসর মাঠে গড়িয়েছে, মুম্বাই ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেও ফেলেছে। কিন্তু এখনও অজানা, কবে মাঠে ফিরবেন বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে। দুই ম্যাচেই বোলাররা ছিলেন নিস্প্রভ। স্পষ্ট ছিল বুমরাহর অভাবও। তবে সমর্থকরা আশায় ছিলেন, বুমরাহ তো ফিরছেন! তবে আশার বাণী শোনাতে পারেনি বিসিসিআইয়ের মেডিকেল টিম। টাইমস অব ইন্ডিয়াকে জানানো হয়েছে, বুমরাহ এখনও বল করার মতো অবস্থায়ই আসেননি। সূত্রের দাবি, ‘বুমরাহর ইঞ্জুরি বেশ গুরুতর। আরেকটি স্ট্রেস ফ্র্যাকচার যাতে না হয় এজন্য সাবধান থাকতে হচ্ছে। সে নিজেও বেশ সতর্ক। তাই এখনই বলা যাচ্ছে না সে কবে মাঠে ফিরবে। আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি ফিরতে পারে।’ ১৫ এপ্রিলের আগে মুম্বাইকে খেলতে হবে আরও তিনটি ম্যাচ। ৪ এপ্রিল লক্ষ্নৌয়ের বিপক্ষে, ৭ এপ্রিল বেঙ্গালুরুর বিপক্ষে, ১৩ এপ্রিল দিল্লীর বিপক্ষে। ১৭ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটাও বুমরাহকে ছাড়াই খেলতে হতে পারে। ততদিনে লিগ পর্বের অর্ধেক অংশ শেষ হয়ে যাবে মুম্বাইয়ের, অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে গতিপথও। ৩ ম্যাচ খেলে ২ ম্যাচ হারা পাঁচবারের শিরোপাজয়ী দলটির কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। বুমরাহ এই চোটের শিকার হন অস্ট্রেলিয়া সফরের শেষভাগে। পিঠের এই চোটের জন্য শল্যবিদের টেবিলে যেতে হয়নি, তবে লম্বা সময় ধরেই বুমরাহ প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও। যদিও তাকে ছাড়াই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। তবে মুম্বাইয়ের জন্য বুমরাহকে ছাড়া শিরোপা জয়ের স্বপ্ন দেখা একটু দুঃসাহসই বটে!


এই বিভাগের আরো খবর