সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বেইজিংয়ে চাঁদ থেকে সংগৃহীত নমুনা প্রদর্শনী শুরু

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

বিদেশ : চীনের রাজধানী বেইজিংয়ে প্রথমবারের মতো চাঁদের নিকট ও দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা নমুনাগুলো প্রদর্শন করা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এবং জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার শুরু হওয়া এ প্রদর্শনী চীনের দুই দশকের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ওপর ভিত্তি করে আয়োজিত। জাতীয় জাদুঘরে চীনের ছ্যাং’এ-৫ ও ছ্যাং’এ-৬ অভিযানে সংগৃহীত নমুনাগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এছাড়াও আছে শতাধিক গুরুত্বপূর্ণ নিদর্শন, ছবি ও নথিপত্র। এ প্রদর্শনী দুই মাসব্যাপী চলবে। প্রদর্শনী উদ্বোধনের সময় চীনের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির প্রধান প্রকৌশলী উ ওয়েইরেন বলেন, চীনের এই কর্মসূচি গত দুই দশকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রকৌশল উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরো বলেন, চন্দ্র গবেষণার মাধ্যমে নতুন উপাদান, খনিজ এবং ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মানুষের চাঁদ সম্পর্কিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছে। উ ওয়েইরেন জানান, ২০২৬ সালের মধ্যে চীনের ছ্যাং’এ-৭ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পানি, পরিবেশ ও সম্পদের অনুসন্ধান করবে। ২০২৮ সালে ৮ নম্বর মিশন চাঁদের স্থানীয় সম্পদের ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এবং যোগাযোগ ও জ্বালানি ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। চাঁদের উপাদান ব্যবহার করে প্রথম ‘চন্দ্র ইট’ তৈরির উদ্যোগও নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর