ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলের অধিনায়ক ক্লাইভ লয়েড ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে শতরান করেন এবং দলকে ঐতিহাসিক জয় এনে দেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের এই গৌরবময় অর্জনকে স্মরণ করতে এবং কিংবদন্তিদের সম্মান জানাতে এটি হবে এক বিশেষ আয়োজন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপ জয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন করা হবে বার্বাডোসে। এই উদযাপনটি ২৫ জুন শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের সঙ্গে মিলিয়ে আয়োজন করা হবে। ক্রিকেট বোর্ডটির প্রধান ক্রিস ডেহরিং বলেছেন যে তারা শিগগিরই উদযাপনের নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত তথ্য জানাবেন।ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। যদিও তিনি ১৯৭৫ বিশ্বকাপ দলে ছিলেন না, তবে ১৯৭৯ ও ১৯৮৩ বিশ্বকাপে খেলেছিলেন। ১৯৭৯ বিশ্বকাপও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।হোল্ডিং বলেন, “এটি দারুণ একটি উদ্যোগ। নিজেদের সাফল্যকে সম্মান জানানো উচিত। অন্যদের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের ইতিহাস গড়ে তুলতে হবে।”ওই সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য করছিল। ১৯৭৫ বিশ্বকাপ জয়ের পর তারা ১৯৭৯ সালেও চ্যাম্পিয়ন হয়। তবে ১৯৮০-এর দশকের শেষ থেকে দলটি ধীরে ধীরে শক্তি হারাতে থাকে এবং এখনো আগের সেই গৌরব ফিরে পায়নি।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ড. কিশোর শ্যালো বলেছেন, “আমরা ১৯৭৫ বিশ্বকাপজয়ী দলের ১২ জন জীবিত কিংবদন্তিকে সম্মান জানাতে বার্বাডোসে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করব।”১৯৭৫ বিশ্বকাপজয়ী দলের জীবিত সদস্যরা : গর্ডন গ্রিনিজ, অ্যালভিন ক্যালিচারন, রোহান কানহাই, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, বার্নার্ড জুলিয়ান, ডেরিক মারে, ভ্যানবার্ন হোল্ডার, অ্যান্ডি রবার্টস, কলিস কিং, ল্যান্স গিবস, মরিস ফস্টার।দলের প্রয়াত দুই সদস্য হলেন : রয় ফ্রেডরিকস (মারা যান ২০০০ সালে), কিথ বয়েস (মারা যান ১৯৯৬ সালে)।