সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নরসিংদীতে ২ ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নরসিংদীর পলাশে চোর সন্দেহে এক ব্যক্তিকে মারধরের প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন। মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি মনির হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে গত মঙ্গলবার রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত রাকিব-সাকিবের দাফন সম্পন্ন করা হয়। ওসি জানান, দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে ঈদের দিন সোমবার সকালে চোর সন্দেহে হিমেল নামের একজনকে মারপিটের প্রতিবাদের জেরে সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করে ভাগদী গ্রামের কিছু লোক। বাঁচাতে গেলে আহত করা রাকিব ও সাকিবের বাবা-মাকেও। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে।


এই বিভাগের আরো খবর