সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডিবি নগরবাসীর নিরাপত্তায় ঈদ ঘিরে সর্বোচ্চ সতর্কতায়

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। রমজানে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি যেভাবে তৎপর ছিল, তেমনই ঈদের সময়ও ডিবি নগরবাসীর পাশে থাকবে।  শনিবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদ নিরাপত্তা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরের নিরাপত্তা ব্যবস্থা জোদার করা হয়েছে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ঈদ উপলক্ষে রাজধানীতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকার ৫০টি থানা এলাকায় প্রতিদিন দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালিত হচ্ছে। পুলিশের পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্সও নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, ইউনিফর্মড পুলিশের পাশাপাশি মহানগরীর নিরাপত্তায় ডিবির বিভিন্ন টিম মাঠে কাজ করছে। বিশেষ করে, বিপণিবিতান, বাস ও লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনসহ জনবহুল এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, ঈদকে কেন্দ্র করে কোনও নাশকতা বা অপরাধ যেন না ঘটে, সে জন্য ডিবির গোয়েন্দা নজরদারি আগের তুলনায় জোরদার করা হয়েছে। সাইবার টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপপ্রচার রোধে কাজ করছে। ডিবির মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মাদক কারবারি ও অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি ও সরবরাহ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। নগরবাসীকে নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি মহল্লা, বাসা, বা মার্কেটে কোনও সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা যায়, তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়ি, থানা বা ডিবিকে জানাতে হবে। জরুরি প্রয়োজনে ডিএমপি কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগের অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিপণিবিতান ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদেরও সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে এবং থানা ও ফাঁড়ির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। ঈদ শেষে নগরবাসী যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন, সে জন্য ডিবি ঈদ পরবর্তী বিশেষ অভিযান পরিচালনা করবে। ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে মহানগরের কৌশলগত স্থানে অভিযান চালানো হবে বলেও জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।


এই বিভাগের আরো খবর