সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অবসরের ঘোষণা দিলেন কিউই পেসার ওয়াগনার

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার। ব্ল্যাকক্যাপসদের ঘরোয়া ক্রিকেটে আর দেখা যাবে না এই পেসারকে। চলমান প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিস্ট্রিক্ট বনাম ওটাগোর ম্যাচটি এই বাঁহাতি পেসারের শেষ ঘরোয়া ম্যাচ। গত শুক্রবার ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ওয়াগনার। সাথে জানিয়েছেন এবার কাউন্টি ক্রিকেট ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেলার দিকে মনোনিবেশ করবেন তিনি। বিদায়ের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে ওয়াগনার বলেন, ‘১৭ বছর আগে আমি নিউজিল্যান্ডে এসেছিলাম এবং ওটাগোর হয়ে এনডির(নর্দান ডিস্ট্রিক্ট) বিপক্ষে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম! আগামীকাল নিউজিল্যান্ডে ওটাগোর বিপক্ষে এনডির হয়ে খেলাটি আমার শেষ! বিদেশে যাওয়ার আগে কাউন্টি ক্রিকেট এবং পরবর্তী অভিযানে খেলতে যাব! আমি অত্যন্ত ভাগ্যবান যে এই দুইটি দুর্দান্ত অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করতে পেরেছি যারা আমাকে ব্ল্যাকক্যাপ হওয়ার এবং সর্বোচ্চ স্তরে খেলার প্ল্যাটফর্ম দিয়েছে! কিছু অসাধারণ স্মৃতি এবং বছরের পর বছর ধরে আমার সমস্ত বন্ধুদের এবং আমার পরিবারকে অসাধারণ ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই!!’ ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৮৪১ উইকেট শিকার করেছেন ওয়াগনার। ইনিংসে পাঁচ উইকেট বা ততোধিক উইকেট পেয়েছেন ৩৬ বার। দশ উইকেট নিয়েছেন দুই বার। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ওয়াগনার নিউজিল্যান্ডের হয়ে সাদা বলে কোন সুযোগ পাননি। তবে লাল বলে উজ্জ্বল ছিলেন তিনি। দেশের হয়ে ৬৪ টেস্টে ওয়াগনার নিয়েছেন ২৬০ উইকেট। ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ৯ বার। আছে ৭ উইকেট শিকারের কীর্তি। ব্যাট হাতে করেছেন ৮৭৫ রান। তার মধ্যে একটি ফিফটিও রয়েছে। ২০২১ সালে নিউজিল্যান্ডকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ওয়াগনার।


এই বিভাগের আরো খবর