সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীসহ সামরিক বাহিনীর হেলিকপ্টারগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, যার ফলে স্থানীয় প্রশাসন হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

রোববার ওকায়ামা অঞ্চলের পাহাড়ি এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তামানো শহরসহ বিস্তীর্ণ এলাকায়। গতকাল সোমবার পর্যন্ত দাবানলে প্রায় ২৫০ হেক্টর এলাকা পুড়ে গেছে, যার মধ্যে ইমাবারি শহরের ১১৯ হেক্টর বনভূমি অন্তর্ভুক্ত।

টোকিওভিত্তিক কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওকায়ামা এবং এহিমে সরকারের অনুরোধে সামরিক হেলিকপ্টারগুলো আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিচ্ছে। জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, জাপানের সেল্ফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) হেলিকপ্টার থেকে দাবানল আক্রান্ত এলাকায় পানি ছিটানো হচ্ছে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে।

স্থানীয় প্রশাসন প্রায় ২,৮০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ওকায়ামা সিটি ৪০৩টি পরিবারের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে ওকায়ামা অঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি ও গুদাম পুড়ে গেছে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিনির্বাপণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও আগুনের বিস্তার থামানো সম্ভব হয়নি। আশেপাশের পৌরসভাগুলো থেকে আরও শক্তিশালী দমকল বাহিনী এনে রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানে শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে। প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি আরও অবনতি হলে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। এই ভয়াবহ দাবানল জাপানের পশ্চিমাঞ্চলের জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। কতদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, তা এখনও নিশ্চিত নয়।


এই বিভাগের আরো খবর