সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে পর্তুগাল

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খলনায়কই বনে যাচ্ছিলেন রীতিমতো। পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর সুযোগ নষ্ট করেছিলেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে গোল করে সে দুঃখ ভুলেছেন তিনি। তার দলও ৫-২ গোলে ডেনমার্ককে হারিয়ে উঠে গেছে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে। ম্যাচের ৩৮তম মিনিটে জোয়াকিম আন্দ্রেসেনের আত্মঘাতী গোলে পর্তুগাল এগিয়ে যায়। তার আগে পেনাল্টি মিস করে বসেন রোনাল্ডো। ম্যাচের ৬ মিনিটে তার দুর্বল শটটা ঠেকান ক্যাসপার শ্মাইখেল। ডেনিসরা ম্যাচে সমতা ফেরায় ৫৬তম মিনিটে। রাসমুস ক্রিস্টেনসেনের গোল ডেনমার্ককে সামগ্রিক লড়াইয়ে এগিয়েও দেয়। প্রথম লেগে রাসমুস হয়লুন্ডের গোলে ১-০ গোলের জয় পেয়েছিল ডেনিসরা। ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেন। কিন্তু মাত্র চার মিনিট পরই ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করে আবার সমতা ফেরান। পর্তুগালের খেলোয়াড়রা হাল ছাড়েনি। তারা আক্রমণ অব্যাহত রাখে এবং ৮৬তম মিনিটে ফ্রান্সিসকো ত্রিনকাও দলের তৃতীয় গোলটি করেন। প্রথম লেগে ডেনমার্ক ১-০ গোলে জয় পেয়েছিল। তাই পর্তুগালের জন্য এই ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। নির্ধারিত সময় শেষে ৩-২ গোলে এগিয়ে থাকা পর্তুগাল অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে। ৯১তম মিনিটে ত্রিনকাও নিজের দ্বিতীয় গোলটি করেন, আর ১১৫তম মিনিটে গনসালো রামোস পর্তুগালের পঞ্চম গোলটি করেন। এই জয়ের ফলে পর্তুগাল জাতীয় দল উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সেখানে তারা জার্মানির মুখোমুখি হবে, যারা ইতালিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। জার্মানি ইতালির সে ম্যাচেও হয়েছে গোলবন্যা। ৬ গোল দেখেছে ম্যাচটা, দুই দলই সমান তিনটি করে গোল করেছে। তবে আগের লেগে ২-১ গোলের জয় থাকায় এই ম্যাচে ড্রয়ের পর সামগ্রিক লড়াইয়ে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালে চলে যায় জার্মানরা।


এই বিভাগের আরো খবর