ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালে হুট করেই বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। পরে করেন হার্ট অ্যাটাকও। বিকেএসপির পাশে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয় তামিমকে। মাঠে হেলিকপ্টার উড়িয়ে আনা হলেও হেলিকপ্টারে উঠানোর মত অবস্থা ছিল না তামিমের। হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাম এবং হার্টে রিং পরানো সম্পন্ন করে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয় তামিমকে। এখনও সেখানেই রয়েছেন তিনি। তামিমের মা, ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ পরিবারের সদস্যরা ছুটে গেছেন হাসপাতালে। বিসিসির বোর্ড সভা তৎক্ষণাৎ বাতিল করে সবাই গিয়েছেন হাসপাতালে তামিমকে দেখতে। তামিমের এমন কঠিন সময়ে পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটাররা। সতীর্থ, সাবেক ক্রিকেটারসহ আরও অনেকেই দিচ্ছেন ফেসবুক পোস্ট। জাতীয় দলে লম্বা সময় অধিনায়কত্ব করা মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেইজ থেকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’ এছাড়া মাশরাফি নিজের ফেসবুক আইডি থেকে লিখেছেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ।’ হাসপাতালে তামিম চোখ খুলেছেন, কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। বর্তমানে অবস্থা স্থিতিশীল। তবে রাখা হয়েছে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে।