সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চোরাই হীরার দুল গিলে ফেলার ২ সপ্তাহ পর উদ্ধার করল পুলিশ

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তির পেট থেকে দুটি হীরার কানের দুল উদ্ধার করেছে, যেগুলোর মোট মূল্য সাত লাখ ৬৯ হাজার ৫০০ মার্কিন ডলার। ওই ব্যক্তি দুলগুলো দুই সপ্তাহ আগে গিলে ফেলেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিবিসি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অরল্যান্ডো পুলিশ বিভাগ জানায়, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার সময় টিফানি অ্যান্ড কম্পানির হীরার দুল গিলে ফেলেন। তদন্তকারীরা তাকে স্থানীয় এক হাসপাতালে ‘দুই সপ্তাহের বেশি’ সময় ধরে পর্যবেক্ষণে রাখেন, যতক্ষণ না দুলগুলো তার শরীর থেকে বের হয়। গিল্ডারের বিরুদ্ধে মুখোশ পরে ডাকাতি ও বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে এরই মধ্যে টিফানি অ্যান্ড কম্পানি দুলগুলো পরিষ্কার করেছে।
খেলোয়াড়ের সহকারী সেজে প্রতারণা
পুলিশের অভিযোগ, গিল্ডার ২৬ ফেব্রুয়ারি ফ্লোরিডার অরল্যান্ডোতে টিফানি অ্যান্ড কম্পানির একটি দোকানে যান এবং নিজেকে এক ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) খেলোয়াড়ের সহকারী হিসেবে পরিচয় দেন, যাতে তাকে ভিআইপি কক্ষে উচ্চমূল্যের গহনা দেখানো হয়। অভিযোগ অনুযায়ী, তিনি দোকানের কর্মীদের বিভ্রান্ত করে দুলের দুটি জোড়া নিয়ে পালিয়ে যান। তবে পালানোর সময় তিনি একটি হীরার আংটিও ফেলে দেন, যার মূল্য ছিল পাঁচ লাখ ৮৭ হাজার ডলার।
পরে পুলিশ তাকে আটক করলে তারা দেখতে পান, গিল্ডার কয়েকটি বস্তু গিলে ফেলছেন, যেগুলো সম্ভবত চুরি করা দুল ছিল। যখন তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাকে বলতে শোনা যায়, ‘আমার এগুলো জানালার বাইরে ছুড়ে ফেলা উচিত ছিল।’ এরপর জেলে পৌঁছে তিনি পুলিশ সদস্যদের জিজ্ঞেস করেন, ‘আমার পেটে যা আছে, তা নিয়ে কি আমাকে অভিযুক্ত করা হবে?’ পরে পুলিশ এঙ্-রে রিপোর্ট প্রকাশ করে, যাতে এক ব্যক্তির পেটে একটি অনাকাঙ্ক্ষিত বস্তু দেখা যায়। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, তারা গিল্ডারকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রায় দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখে, যতক্ষণ না দুলগুলো পাওয়া যায়। পরে ১২ মার্চ পুলিশ দুল উদ্ধার করার কথা জানায়। দুলগুলো দোকানে ফেরত নেওয়ার পর সেখানকার প্রধান গহনা নির্মাতা গহনার সিরিয়াল নম্বর মিলিয়ে নিশ্চিত করেন, এগুলোই চুরি যাওয়া দুল। গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক আছেন। পুলিশের অভিযোগ, তার অপরাধের ইতিহাসে ২০২২ সালে টেঙ্াসে একই কম্পানির এক দোকানে ডাকাতির ঘটনা রয়েছে। এ ছাড়া কলোরাডোতে তার বিরুদ্ধে ৪৮টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


এই বিভাগের আরো খবর