সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশে ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) তাদের সব ধরনের ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার খরচ কমাতে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সরকার ইন্টারনেটের মূল্য সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, “মানুষ যেন কম খরচে ইন্টারনেট সুবিধা পেতে পারে, সে জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য হ্রাস তার মধ্যে অন্যতম।”

এই মূল্য হ্রাসের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া, ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে DWDM (Dense Wavelength Division Multiplexing) সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে ট্রান্সমিশন খাতে টেলিকম কোম্পানিগুলোর ব্যয় ৩৯ শতাংশ পর্যন্ত কমে আসবে।

বিএসসিসিএলের এই সিদ্ধান্তের পর টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোক্তা পর্যায়েও ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে। ফয়েজ আহমদ তৈয়্যব আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই উদ্যোগের ফলে সাধারণ গ্রাহকের ইন্টারনেট খরচ কমবে এবং ডিজিটাল সংযোগ আরও সহজলভ্য হবে।”

বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো আরও উন্নত করতে আগামী বছরের মাঝামাঝি সময়ে তৃতীয় সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই ৬’-এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ। নতুন এই সাবমেরিন ক্যাবল যুক্ত হলে দেশের ব্যান্ডউইথ সক্ষমতা আরও বাড়বে, যা ভবিষ্যতে ইন্টারনেটের দাম আরও কমাতে সহায়তা করবে।

সরকারের এই উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। ইন্টারনেটের দাম কমার ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও প্রযুক্তি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর