শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হার্দিক আইপিএলের প্রথম ম্যাচেই নিষিদ্ধ হলেন

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

২০২৫ সালের আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দেবেন সুরিয়াকুমার যাদব। নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া আগের আসরে দলের শেষ খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নতুন মৌসুমে মাঠের বাইরে। ২০২৪ সালে নিজেদের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক। ৩০ লাখ রুপি জরিমানা হওয়ার পাশাপাশি এক ম্যাচের জন্য ব্যান হয়েছিলেন হার্দিক। তাই আসন্ন আইপিএলে প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। দলের দায়িত্ব সামলাবেন তারকা ব্যাটার সুরিয়াকুমার যাদব। ২৯ মার্চ আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাইয়ের দ্বিতীয় ম্যাচে হার্দিক অধিনায়ক হিসেবে ফিরবেন। হার্দিকের কথায়, ‘সুরিয়া ভারতীয় দলকেও নেতৃত্ব দেন। আমি না থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দেবেন। এই ফরম্যার্টে সেই যোগ্য ও প্রথম পছন্দ। সুরিয়া সেরা বিকল্প।’ হেড কোচ মাহেলা জয়াবর্ধনে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স দলকে আইপিএল কমিটি আনুষ্ঠানিকভাবে হার্দিক পান্ডিয়ার নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছে। শাস্তির কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না পান্ডিয়া। এই নিয়ে দ্বিতীয়বার মুম্বাইকে নেতৃত্ব দেবেন সুরিয়াকুমার। ২০২৩ সালে মাত্র একটি ম্যাচেই মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি।


এই বিভাগের আরো খবর