সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সংস্কার কার্যক্রমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৮ মার্চ) কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম. এম. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম দফার সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশন তার কার্যক্রম শুরু করে।

সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করেছে। এগুলো হলো:

 

১. সংবিধান সংস্কার কমিশন
২. জনপ্রশাসন সংস্কার কমিশন
৩. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
৪. বিচার বিভাগ সংস্কার কমিশন
৫. দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন

 

এসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহের জন্য কমিশন সুপারিশমালা প্রস্তুত করে। সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হলেও মাত্র ১৫টি দল তাদের মতামত প্রদান করেছে।

সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করে তা চূড়ান্ত সংস্কার পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হবে। কমিশনের লক্ষ্য হচ্ছে—সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর সংস্কার পরিকল্পনা প্রণয়ন করা।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময়সূচি প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর