বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানা মীম ডিজাইন কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল ৮টা থেকে তারা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়াও আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে বলেন তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারির বেতন এখনো তারা পাননি। বাড়িভাড়া দিতে পারছে না তারা। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। মালিকপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। বেতন ছাড়া সংসার চলবে কীভাবে, প্রশ্ন করেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মীম গার্মেন্টস্ এর শ্রমিকরা অবরোধের সময় পাশের শ্রমিকদের ডেকে নিয়ে আসেন। এসময় প্রায় ১০টির মতো কারখানার শ্রমিকরা বেরিয়ে আসেন। পরে সমঝোতার ভিত্তিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।


এই বিভাগের আরো খবর