মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জীন্দা পীর

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫

মাহফুজ রেজা
নিয়ামতের এই মাসে
পূণ্যের ডালা পূর্ণ কর,
গরীব দুঃখীর কথা ভাবিস
নিজের ভাবিস অতঃপর।
পাপের বোঝা হবে খালি
(যারা) সদায় থাকে উপবাস,
ওদের জন্য কিছু করিস
করিস নে ভাই উপহাস।
হর বছরে উদর পুরে
খাইলি খানা হরদম,
এই মাসে তে একটু না হয়
বাজেট থেকে পড়লো কম।
পরের কথা যে জন ভাবে
সে জন হলো জীন্দাপীর,
রিপুর বশে বশী যে জন
কেমনে সে জন হয় বীর?


এই বিভাগের আরো খবর