সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে মৎস্য ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মৎস্য ঘের ফিরে পেতে  সংবাদ সম্মেলন করেছেন শেখ ওমর
ফারুক । বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব সম্মেলক¶ে এ
সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকশ্রী গ্রামের শেখ ওমর ফারুক জানান,
উপজেলার বাইনতলা ইউনিয়নে তিনি বিগত ১২/১৩ বছর ধরে মাছ চাষ করছেন। ঘেরের
মধ্যে নিজের ৩ একর ২৩ শতাংশ ও বাইরের ৭৭ শতাংশ জমি হারিতে নিয়ে মোট ৪ একর
জমি রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে একই গ্রামের মোঃ জিহাদুল ইসলাম স্বপন
ঘেরটি জবর দখলের চেষ্টা চালায়। সে আমাকে, আমার বোন মিজানুর বেগমসহ আমার
কাজের লোককে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেছে। স্বপন আমাকে হুমকি
দিয়ে বলে ঘেরের কাছে এলে তোকে খুন করে ফেলবো। এতে তারা ভয়ে ভীত হয়ে
পড়েছেন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে মোঃ জিহাদুল ইসলাম স্বপন বলেন, সংবাদ সম্মেলনকারী শেখ ওমর
ফারুক আমার আপন ফুফাতো ভাই। এই মৎস্য ঘেরটি ৫আগস্ট এর পূর্বে স্থানীয়
আওয়ামী লীগ নেতা শহীদ মিয়া করতেন। আমি হারি দিয়ে তার নিকট থেকে নিয়েছে।
অভিযোগ কারি ওমর ফারুক সে শহরের মাস্তান এনে আমাকে হুমকি দিয়েছে। এ বিষয়ে
সে রামপাল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে।


এই বিভাগের আরো খবর