সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে এ্যাডভোকেসি  সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে ব্রিটিশ কাউন্সিল ও একশন এইট বালাদেশ এর সহযোগীতায় বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের অধীনে পন্ড-স্যান্ড ফিল্টার (পি.এস.এফ) সংস্কারের জন্য এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ৬নং ওয়ার্ডে ভাইজোড়া গ্রামে রেড ক্রিসেন্ট মোরেলগঞ্জ-এর আয়োজনে এ সভায় বক্তৃতা করেন মসজিদ কমিটির সভাপতি ইহাহিয়া খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাশরাফি আকিব।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রজেক্ট লিডার মাশরাফি হাসান সানি, ইয়ুথনেট গ্লোবাল এর বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের প্রজেক্ট মবিলাইজার মেহেরাব আলম অপি প্রমুখ। এ পিএসএফটি দীর্ঘদিন ধরে অকেজো হওয়া প্রায় ২শ’ পরিবার বিশুদ্ধ পানি পান করতে পারছেন না। তারা উর্দ্ধতন প্রশাসনের প্রতি পিএসএফটি দ্রæত সংস্কারের জন্য জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর