সর্বশেষ :
বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা  বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩ বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ফেরত দিচ্ছে পিসিবি

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরমধ্যে দু’টি ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে গত ২৫ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ২৭ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান এবং ২৮ ফেব্রুয়ারি ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। এরমধ্যে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পিসিবি। কারন এই দু’ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে। এই দু’টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে নির্ধারিত ছিল। আইসিসির নিয়ম অনুযায়ী, বৈশ্বিক আসরে কোন ম্যাচ বৃষ্টির কারণে টস ছাড়া পরিত্যক্ত হয়, তাহলে সেই ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেবে আয়োজকরা। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হওয়া দু’টি ম্যাচের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত হয়।’ ১০ থেকে ১৪ মার্চের মধ্যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে হসপিটালিটি বঙ্ এবং পিসিবি গ্যালারির টিকিটের মূল্য ফেরত দেবে না পিসিবি।

 


এই বিভাগের আরো খবর