সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দিলো সেনাবাহিনী

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ মার্চ, ২০২৫

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দিলো সেনাবাহিনী। শনিবার দুপুরে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় তিনি বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে বলে জানান তিনি। এ ছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে সভাও করেন তিনি। উল্লেখ্য, গত সোমবার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের ৩৬টি বসতবাড়ি, ৩৪টি রিসোর্ট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর