সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ছাত্রদের উদ্যোগে গঠিত একটি নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার এক ঘোষণার মাধ্যমে দলটির নাম ও নেতৃত্বের বিষয়টি প্রকাশ করা হয়।

নতুন দলের শীর্ষ নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম, যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। দলের সদস্য সচিব হিসেবে থাকবেন আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদগুলোতে তরুণ নেতাদের স্থান দেওয়া হয়েছে। দলটির মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসিরউদ্দিন পাটওয়ারী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন সারজিস আলম, আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ।

এছাড়া, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন।

নতুন গঠিত আহ্বায়ক কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলকে নেতৃত্ব দেবে। ইতোমধ্যে কমিটির একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত, আন্দোলনের আলোচিত নারী নেত্রীদেরও গুরুত্ব দিয়ে দলে স্থান দেওয়া হয়েছে।

নতুন এই রাজনৈতিক দল কেমন কার্যক্রম পরিচালনা করবে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।


এই বিভাগের আরো খবর