সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জোরপূর্বক চাচার জমি দখলের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আপন চাচার বসতবাড়ির জোরপূবর্ক জমি দখলের চেষ্টায় গাছপালা কর্তনের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে এ ঘটনায় সুলতান মাহমুদ বাদি হয়ে ভাতিজা ইমরান হাওলাদারসহ ৩ জনের বিরুদ্ধে থানায়
লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. সুলতান মাহমুদ হাওলাদারের বসতবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্বশত্রুতার জের ধরে আপন বড়আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারের নেতৃত্বে জসিম হাওলাদার সহ ৩/৪ জনের সংঘবদ্ধ দল বহিরাগত লোকজন নিয়ে বুধবার দুপুরে চাচা সুলতান মাহমুদের বসতবাড়ির জমি দখল করার চেষ্টায় পাকা ইমারতের জন্য ইট এনে মজুদ করে। এর পূর্বে ২৯ জানুয়ারি সকালে দু’দফায় তার বসতবাড়ির বিভিন্ন প্রজাতির ৪০টি গাছ কর্তন করে ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি করে।
এ ঘটনায় ভূক্তভোগী সুলতান মাহমুদ হাওলাদার বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে অভিযোগ করে বলেন, তার পিতার দেওয়া দলিল মোতাবেক ১৯৮৯ সাল থেকে ১ বিঘার এ বসতবাড়িটিতে দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছেন। হঠাৎ করে তার বড় ভাইয়ের ছেলেরা বসতবাড়িতে জোরপূর্বক ঢুকে একটি টিনের ঘর তুলেছেন। আবার নতুন করে পাকা ইমারাত তৈরির জন্য গাছপালা কেটে ইট
এনে বসতবাড়ি থেকে আমাদের উচ্ছেদে মরিয়া। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবি করে হামলাকারিদের বিরুদ্ধে থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি। স্ত্রী, সন্তান নিয়ে এখন নিরাপত্তাহীনতায় বসবাস করছি।
এ বিষয়ে ভাতিজা ইমরান হাওলাদার বলেন, তিনি তার চাচার জমি দখল করেনি। পূর্বে তার দাদার দেওয়া জমিতে থাকতেন সেটি সরকারি সম্পত্তি। দাদার যৌথ সম্পত্তি ওয়ারিশ সূত্রে আমরাও তার দাবিদার।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. রাকিবুল হাসান বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর