বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অদৃশ্য অন্তরে

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

লায়ন মোঃ গনি মিয়া বাবুল
দর্শণ শোভন সুমধুর ভাষণ
দৃষ্টি নন্দন তোমার আকর্ষণ,
সুকেশী মিতভাষী হাসিখুশি
প্রিয়ভাষী দিবানিশি রাশি রাশি।

আকাশের উদারতা, সাগরের গভীরতা
ফাল্গুণের বনলতা, বাতাসের নীরবতা
চলমান তোমার প্রেম প্রীতি ভালবাসা,
তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা।

জীবন সুখের ঝর্ণাধারা
ওগো আমার প্রিয়তমা,
দুজনের একতা ঐক্য অদৃশ্য অন্তরে
নিশ্চয় অটুট থাকবে আদি প্রান্তরে।


এই বিভাগের আরো খবর