মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন 

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_0

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ খুরনার পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। প্রকল্প উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ আব্দুস সোবহান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ,  উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, আবুল কালাম আজাদ, এনামুল হক, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও খোরশেদ আলম,  কৃষক শ্যামপদ মন্ডল, অনুকূল ব্যানার্জি ও মাধবী লতা।পরে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি অফিস চত্বরে  এ মেলার আয়োজন করে। মেলায় ১০ টি স্টলের মাধ্যমে স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় ৩০ জন গাছিকে কোকোনাট ক্লাইম্বার প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর