শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কোরআনের অমূল্য উপদেশ মানবজাতির প্রতি দ্বিন-প্রচারকদের লক্ষ্য মানুষের হেদায়েত

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

ইরশাদ হয়েছে, ‘বলুন! আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না। তবে যার ইচ্ছে সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক।’ (সুরা : ফোরকান, আয়াত : ৫৭)

চিরঞ্জীব আল্লাহর ওপর নির্ভর করো
ইরশাদ হয়েছে, ‘তুমি নির্ভর করো সেই সত্তার ওপর যিনি চিরঞ্জীব, যিনি মারা যাবেন না এবং তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, তিনি তাঁর বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত।’
(সুরা : ফোরকান, আয়াত : ৫৮)

চলাফেরায় বিনম্র হও
ইরশাদ হয়েছে, ‘রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। …’ (সুরা : ফোরকান, আয়াত : ৬৩)

মূর্খদের সঙ্গে তর্ক কোরো না
ইরশাদ হয়েছে, ‘…তাদের (আল্লাহর প্রিয় বান্দাদের) যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে সালাম।’
(সুরা : ফোরকান, আয়াত : ৬৩)

তাহাজ্জুদের নামাজ আদায় করো
ইরশাদ হয়েছে, ‘তারা (আল্লাহর প্রিয় বান্দারা) রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশে সিজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে।’ (সুরা : ফোরকান, আয়াত : ৬৪)


এই বিভাগের আরো খবর