সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাটঃ বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. ছায়েদুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, এলজিইডি বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাটের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল রুমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এস,এস,সি, এইচ,এস,সি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০২৩ সালে কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৫৯ জন শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা।


এই বিভাগের আরো খবর