• রবিবার, ১১ মে ২০২৫, ০৪:০৬

সোহান সকল দোষ নিজের কাঁধে নিলেন

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিপিএলের প্লে-অফ পর্ব থেকে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের কাছে এলিমিনেটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। এবারের বিপিএলে শুরু থেকেই অদম্য ছিল রংপুর। টানা আট ম্যাচ জিতে সবচেয়ে এগিয়ে ছিল দলটি। এরপর থেকেই হারের বৃত্তে বন্দী হয়েছে বিপিএলের একবারের চ্যাম্পিয়নরা। টানা চার ম্যাচ হারের পর এলিমিনেটরের আগে তিন তারকা জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের এনে খেলালেও জিততে পারেনি রংপুর। খুলনার কাছে পাত্তাই পায়নি সোহানের দল। এলিমিনেটর ম্যাচের শেষদিকে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে তাকে আর দেখা যায়নি। দলের বিদায়ের এবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। এবার দলের বিদায় নিয়ে আবেগঘন বার্তা দিলেন সোহান। গত মঙ্গলবার রাতে নুরুল হাসান সোহান সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন, ‘‘প্রিয় রাইডার্স সমর্থকেরা, এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি। ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি বা না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভ কামনা থাকবে সবসময়ই। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার। বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল, তাদের তীব্র তাড়নার কারণেই। সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আবারও দুঃখ প্রকাশ করছি।’’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com