রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুয়া এক্স একাউন্ট নিয়ে সনু নিগমের উদ্বেগ প্রকাশ

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতীয় সংগীতশিল্পী সনু নিগম। অসাধারণ কণ্ঠস্বর ও সুরেলা গায়কীর জন্য তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক হিসেবে পরিচিত। সম্প্রতি নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছিলেন। তবে এই ঘটনার চেয়ে অন্য একটি বিষয় নিয়ে বেশি চিন্তিত এ গায়ক। এক্স-এ (সাবেক টুইটার) তার নামে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। গায়কের এমন কিছু বিষয় সেখানে পোস্ট করা হচ্ছে, যা দেখে তিনি অবাক হয়েছেন। সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে আইন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছেন। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত। শেয়ার করা ছবিকে দেখা যায়, তার এঙ্ হ্যান্ডেলের একটি স্ক্রিনশট রয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাকাউন্টটি সোনু নিগমের নামে তৈরি করা হয়েছে। ব্লু টিক প্রোফাইল দেখা যাচ্ছে তার। অ্যাকাউন্টের নাম ‘সনু নিগম সিং’। স্ক্রিনশটটি শেয়ার করে সনু নিগম লিখেছেন, ‘এটা কি সত্যিই বিভ্রান্তিকর নয়। কেন মানুষ বিশ্বাস করবে না বলুন তো যে, এটা সত্যিই আমি?’ একইসঙ্গে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন সনু। তার কথায়, ‘আমার টুইটার কিংবা এঙ্-এ কোনও অ্যাকাউন্ট নেই। এই ধরনের ফেক প্রোফাইল তৈরি করে বিতর্কিত পোস্ট আমার জীবন বা আমার পরিবারের উপর বিপদ ডেকে আনতে পারে।’ গায়ক উদ্বেগের সঙ্গে বলেন, ‘আপনারা কল্পনা করতে পারছেন এই লোকটি আমার নাম এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে কতটা খেলছেন? এটা আমাদের একজনের দোষ নয়। সংবাদমাধ্যম, প্রশাসন, সরকার, আইন, যারা এই বিষয়টি জানেন, তারা সকলেই চুপ। কিছু একটা ঘটার অপেক্ষা করছে এবং তার পর সমবেদনা জানাবে।’


এই বিভাগের আরো খবর