সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রংপুরের সাথে দাপুটে জয় পেলো খুলনা

প্রতিনিধি: / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে রংপুর রাইডার্সের বিদায়। নুরুলহাসান সোহানের দলকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করল খুলনাটাইগার্স। ২০২৫ বিপিএলেরপ্রথম ৮ ম্যাচের সবক’টিতেই জিতে রংপুর, টানা জয়েরফলে লম্বা সময় পয়েন্টতালিকার একে থাকলেও শেষমেশ তিনে নেমে যাওয়া রংপুররাইডার্সকে এলিমিনেটর থেকে নিতে হয়েছেবিদায়। আন্দ্রে রাসেল, জেমসভিন্স, টিম ডেভিডকে ঢাকায় উড়িয়ে এনেও জিততে পারেনি দলটি। সকালে আন্দ্রে রাসেল, জেমসভিন্স, টিম ডেভিড বাংলাদেশে পা রেখে দুপুরে নামেন এলিমিনেটর ম্যাচ খেলতে। প্রতিপক্ষ খুলনা টাইগার্সেরও প্রায় একই অবস্থা, প্লেয়িং ইলেভেনে নতুন দুই মুখ উইন্ডিজের শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার। তবে এলিমিনেটর রাঙাতে ব্যর্থ হন ওপেন করতে নামা জেমসভিন্স। নাসুম আহমেদের শিকার হওয়ার আগে ৭ বলে রান করতেপারেন কেবল ১। আরেক ওপেনার সৌম্য সরকার হন ডাক। শেষ পর্যন্ত ৮৫ রানে থামে রংপুরের ইনিংস। যা বিপিএল প্লে-অফ ইতিহাসেরই সবচেয়ে কম সংগ্রহ। দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করতে মিরাজদের সামনে ১২০ বলে ৮৬ রানের সহজ লক্ষ্য। কিন্তু ওপেন করতে নেমে মেহেদীহাসান মিরাজ কোনো রান করার আগেই আকিফ জাভেদের ডেলিভারিতে বোল্ড। এরপর মোহাম্মদ নাইম সঙ্গী হিসাবে পান তিনে নামা অ্যালেঙ্ রসকে। পাওয়ার প্লের ৬ ওভারেই খুলনার রান ৫১। বাকি ১৪ ওভারে দরকার কেবল ৩৫ রানের। নাইম-রস কোনো বিপদ ছাড়াই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৫৮ বল বাকি থাকতেই খুলনা নিশ্চিত করল ৯ উইকেটের বড় জয়। ৪৮ রানে অপরাজিত  ছিলেন ওপেনার নাইম শেখ। অ্যালেঙ্ রসের ব্যাট থেকে আসে ২৭ বলে ২৯। টস জিতে আগে ব্যাটিং নিয়ে পুরোপুরিভাবে ব্যর্থ হয় রংপুর রাইডার্স। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে রংপুর রানপায় কেবল ১৯। যা এবারের বিপিএলে পাওয়ার প্লেতে করা কোনো দলের সর্বনিম্ন। রংপুরের আরেক বিদেশি টিম ডেভিডের উইকেটও তুলে নেন নাসুম। ৯ বলের ইনিংসে ১ বাউন্ডারিতে ৭ রান করেন ডেভিড। আন্দ্রে রাসেলও দলকে স্বস্তি দিতে পারেননি। মোহাম্মদ নওয়াজের ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৯ বল খেলে রান করেন ৪। রংপুর রাইডার্সের ব্যাটারদের মধ্যে দুই অংকের রানে পৌঁছাতে পারেন কেবল অধিনায়ক নুরুলহাসান সোহানআর শেষ ব্যাটার আকিফজাভেদ। খুলনার দুই স্পিনারের কাছেই যেন অসহায় আত্মসমর্পণ করে বসে রংপুরের শক্তিশালী ব্যাটিং অর্ডার। মেহেদী হাসান মিরাজ ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। সমান ৩ উইকেট পান নাসুম আহমেদও। ৪ ওভারে ১ মেডেন ও ৩ উইকেট পাওয়া নাসুম রান দেন ১৬। ১৬.৫ ওভারের বেশি খেলতে পারেনি রংপুর রাইডার্সের ব্যাটাররা। আর তাতেই অলআউট মাত্র ৮৫ রানে। ১৮ বলে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন শেষ ব্যাটার আকিফজাভেদ।

 


এই বিভাগের আরো খবর