সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কোনো টাকা না পেয়েই বাংলাদেশ ছাড়লেন সামারাকুন!

প্রতিনিধি: / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

দুর্বার রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এসে একেবারে শূন্য হাতে দেশে ফিরে গেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুন। কোনো টাকা না পেয়েই বাংলাদেশ ছাড়তে হয় সামারাকুনকে। ২০২৫ বিপিএলে কেবল একটি মাত্র ম্যাচ খেলা সামারাকুনের নামের পাশে পারিশ্রমিকের মতো রান, উইকেটসংখ্যাও শূন্য। গত মঙ্গলবার বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার বিমানে বসে লাহিরু সামারাকুন। বিপিএলকে গুডবাই বলা লাহিরু জানিয়ে যান এখন পর্যন্ত তাকে একটি টাকাও দেয়নি দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। ফলে একেবারে শূন্য হাতেই নিজ দেশে ফিরতে হয় সামারাকুনকে। পুরো বিপিএল টুর্নামেন্টের জন্য রাজশাহীর সাথে সামারাকুনের চুক্তির মূল্য ১৫ হাজার মার্কিন ডলার। এর আগে ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর কাছ থেকে অর্থ না পাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেন তিনি। প্রায় প্রতিদিনই রাজশাহীর মালিকপক্ষকে পারিশ্রমিকের জন্য বলতেন সামারাকুন। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচই লাহিরু সামারাকুনের খেলা প্রথম ও শেষ ম্যাচ। ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভার বল করে সামারাকুন রান খরচ করেন সবচেয়ে বেশি ৬৪। এরপর আর দুর্বার রাজশাহীর সেরা একাদশে তাকে দেখা যায়নি। রাজশাহীর ইতোমধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলা শেষ। প্লে-অফের দৌড়ে তারা এখনও টিকে থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এই ক্ষেত্রে রাজশাহী যদি প্লে-অফে সুযোগ না পায় তাহলে চলমান বিপিএলে তাদের আর কোনো ম্যাচ নেই।


এই বিভাগের আরো খবর