রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রবার্ট প্যাটিনসন ভক্তদের জন্য চমক নিয়ে আসলেন

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

অভিনেতা রবার্ট প্যাটিনসন। ক্যারিয়ারজুড়ে বহু সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন সিনেপ্রেমীদের। শুধু তাই নয়, তার রূপের জাদুতে বুঁদ হয়ে থাকে লাখ লাখ ভক্ত। মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রায় তিন বছর পর ভক্তদের চমকে দিয়ে ‘মিকি ১৭’ সায়েন্স ফিকশন সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন এ সুদর্শন অভিনেতা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুন-হো। রবার্টের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন টনি কোলেট, মার্ক রাফালোসহ আরও অনেকে। এরই মধ্যে ‘মিকি ১৭’ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যায় ট্রেলারটি শুরু হয় রবার্ট প্যাটিনসনের মিকি বার্নস চরিত্রটিকে দেখিয়ে। যে নতুন গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য মানুষের প্রচেষ্টার অংশ হিসেবে মহাকাশ মিশনে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। এরপর কিছুদিন বাদে সে জানতে পারে, এ মিশনে তার বারবার ভাইরাসজনিত কারণে মৃত্যু হবে এবং পুনরায় তাকে জীবিত করা হবে; যা তার কাজের অংশ হিসেবে বিবেচিত। এরপর মিকি বার্নস (রবার্ট প্যাটিনসন) ভাইরাসজনিত কারণে একাধিকবার মৃত্যুর সম্মুখীন হন এবং বুঝতে পারেন যে তার এখনো একাধিক সংস্করণ বাকি রয়েছে নতুন গ্রহে উপনিবেশ স্থাপন করা জন্য আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির গল্প। নির্মাতা বং জুন-হো সায়েন্স ফিকশন এ সিনেমাটি ডার্ক থিমের পাশাপাশি হাস্যরসাত্মকভাবে নির্মাণ করেছেন। যার ফলে দর্শকরা এই মুভি থেকে সুখ-দুঃখের একটি মিশ্র অনুভূতি লাভ করবেন বলে আশা করছেন সিনে-বিশ্লেষকরা। চলচ্চিত্রটি আগামী ৭ মার্চ মুক্তি পাবে। এদিকে রবার্ট প্যাটিনসনকে সবশেষ দেখা যায় ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায়। তবে চলতি বছর ‘দ্য ড্রামা’ এবং ‘ডাই, মাই লাভ’ নামে আরও দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এ অভিনেতার।


এই বিভাগের আরো খবর