সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাট নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বারাশিয়া এলাকা থেকে রেক্সনা বেগম (২৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে।
নিহত রেক্সনা বেগম উপজেলার বারশিয়া গ্রামের ইয়াছিন শেখের স্ত্রী। ঘটনার পর নিতের স্বামী ইয়াছিন শেখ পালিয়ে গেছেন বলে পুলিশ জানান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বারাশিয়া গ্রামে রেক্সনা বেগমের স্বামী ইয়াছিন শেখের বসতঘরের আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যু আসল রহস্য সঠিকভাবে জানা যাবে।


এই বিভাগের আরো খবর