সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অনুদান ও ঋণ স্থগিতের আদেশ আদালতে স্থগিত

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেডারেল অনুদান ও ঋণ স্থগিত করার যে আদেশ দেওয়া হয়েছিল, তা কার্যকর হওয়ার আগেই আদালতের রায়ে স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টায় আদেশটি কার্যকর হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশের কারণে তা স্থগিত রাখা হয়। বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছেন। ওইদিন বিষয়টি পুনরায় পর্যালোচনা করবে আদালত। এর আগে, অনুমোদিত অর্থায়ন বন্ধের অভিযোগ এনে ক্ষতিগ্রস্ত সংগঠনগুলোর একটি গ্রুপ এই আদেশের বিরুদ্ধে মামলা করেছিল। মামলায় বলা হয়, হোয়াইট হাউজ ইতোমধ্যেই অনুমোদিত তহবিল স্থগিত করে আইন লঙ্ঘন করেছে। ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখার জন্য হোয়াইট হাউজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে বলা হয়, মঞ্জুরি ও ঋণের বিষয়গুলো নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেন, ‘মার্কিন জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে বিরোধী দল ও ক্ষতিগ্রস্ত সংস্থাগুলো এই আদেশের তীব্র বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, দুর্যোগ সহায়তা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের অর্থায়নও এই আদেশের ফলে আটকে যেতে পারত। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে বিরোধী রাজনৈতিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক অলাভজনক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠান হঠাৎ অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে। আদালতের স্থগিতাদেশের ফলে আপাতত এই অর্থায়ন অব্যাহত থাকবে, তবে সোমবার পরবর্তী শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।


এই বিভাগের আরো খবর