সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ফকিরহাট  প্রতিনিধি :ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন ফকিরহাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।
বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির এবিএম, তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক শেখ আবুল আলা মামুম, সহ-সাধারন সম্পাদক আব্দুস সামদ শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েল। এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, গনমাধ্যমকর্মি ও শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর