সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ওয়াশিংটন, ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন গঠনের পর, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি জয়শঙ্কর।

বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।” তবে তিনি পরিষ্কার করে বলেন, এই বিষয়ে আরও কিছু জানানো সমীচীন হবে না। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের বৈঠকে এ বিষয়টি উঠেছিল।

জয়শঙ্কর আরও জানান, এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যতে কীভাবে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহায়তা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা করা। এছাড়াও, তিনি বলেন যে, ট্রাম্প প্রশাসন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী একে সঙ্গতভাবে বলেন, “মার্কিন প্রশাসন ভারতীয় অভিবাসীদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে।”

এদিকে, আগামী ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর ও দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর