নিম্ন এবং নিম্নমধ্যবিত্তদের বিশেষ সহায়তার লক্ষ্যে পরিচালিত ওএমএস বা খোলা বাজারে সরকারি উদ্যোগে পণ্য বিক্রির মেয়াদ বাড়ছে না। এই ব্যবস্থার মাধ্যমে এতদিন আট লাখ মানুষের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হতো। শাক সবজিসহ অন্যান্য পণ্য বিক্রির এই বিশেষ ওএমএস ব্যবস্থার মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে আর মেয়াদ বাড়াবে না। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সম্পর্কিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ ওএমএস মানুষের কাজে আসতো না। এ কারণে বন্ধ করা হচ্ছে। তাছাড়া এখন শাক সবজির সরবাহ বৃদ্ধির কারণে বাজারে দাম কমেছে। এ বিশেষ ওএমএস বন্ধের কারণে বাজারে নতুন করে কোনো প্রভাব পড়বে না। শতাধিক পণ্য এবং সেবাতে ভ্যাট ও সম্পূরক কর বসানোর ফলে বাজারে কোনো প্রভাব পড়েনি বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, যেসব পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক কর বসানো হয়েছে সেগুলো আগামী বাজেটে সমন্বয় করা হবে। অর্থ উপদেষ্টা বলেন, কী প্রেক্ষিতে আমরা করেছি, সেটা কিছুদিন পর আপনারা জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি- এখন ভ্যাটের ব্যাপারটা দেখি। বাজেটে মেইন ট্যাঙ্রে বিষয় যেগুলো থাকবে, সেখানে আমরা আরো ভালোভাবে সমন্বয় করবো। বৈঠকে ইউরিয়া সার আমদানির অনুমোন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সারের মজুদ যদি সরকারের না থাকে, তখন বেসরকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। সার কেনার বিষয়ে আমরা আজকে অনুমোদন দিয়েছি। আর পল্লী বিদ্যুতের কিছু বিষয় ছিলো আমরা অনুমোদন দিয়েছি। সরকার সাশ্রয়ী মূল্যের বিশেষ ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা।