 
						আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিয়ে দোটানায় রয়েছে চীন। শি জিনপিংকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোতে যেমন একদিকে স্বাভাবিক সম্পর্কের আশা রয়েছে, আবার শুল্ক আরোপের হুমকিতে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতেই মার্কিন ব্যবসায়ী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে গত রোববার বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্পের অভিষেকের আগে ওয়াশিংটনে টেসলা মালিক ইলন মাস্কসহ অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ঝেং বলেছেন, টেসলাসহ অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানগুলোকে চীনের মাটিতে ব্যবসা করতে আমন্ত্রণ জানাতে আগ্রহী তারা। তাদের ব্যবসার সুফল চীনের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন চীনা পণ্যের ওপর ৩০০ বিলিয়ন ডলারের বেশি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি একাধিকবার বলেছেন, চীনা পণ্যের ওপর ইতোমধ্যে কার্যকর শুল্কের পাশাপাশি আরও অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে, আশানুরূপ প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ চীনের জন্য তা আরও মারাত্মক চাপ সৃষ্টি করবে। আবার একইসময়, নিজের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ জানানো ট্রাম্পের পক্ষ থেকে আন্তরিকতার লক্ষণ বলে মনে করছেন অনেকে। নিজে না এলেও ভাইস প্রেসিডেন্টকে প্রেরণ করেছেন শি। আগের দুই মার্কিন প্রেসিডেন্টের অভিষেকে চীন কেবল তাদের রাষ্ট্রদূত পাঠিয়েছিল। ফলে, চীনের দিক থেকেও ট্রাম্পের আমন্ত্রণ গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।