সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৩৩ ইসরাইলি বন্দী গাজা চুক্তির প্রথম ধাপেই মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ২০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ইসরাইল ও হামাসের দীর্ঘ ৪৬৮ দিনের যুদ্ধের অবসান ঘটেছে যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির মধ্য দিয়ে। চুক্তির প্রথম ধাপে আজ মুক্তি পাচ্ছে ৩৩ ইসরাইলি বন্দী। তাদের নামগুলোর ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘তালিকাটি প্রকাশের ক্রম অনুসারে নয়।’ তবে স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ দাবি করেছে, ঠিক এই তালিকাটিই গত মাসে হামাস অনুমোদন করেছিল এবং কয়েক মাস আগে ইসরাইল এই তালিকাটিই হামাসকে দিয়েছিল। তালিকায় থাকা নামগুলো হলো লিরি আলবাগ, ইতজাক এলগারাত, করিনা আরিয়েভ, ওহাদ বেন আমি, এরিয়েল বিবাস, ইয়ার্ডেন বিবাস, কেফির বিবাস, শিরি বিবাস, আগম বার্গার, গনেন রোমি, ড্যানিয়েলা গিলবোয়া, এমিলি দামারি, সাগুই ডেকেল চেন। আইয়ার হর্ন, ওমের ওয়েঙ্কার্ট, আলেকজান্ডার সাশা ট্রæফানোভ, আরবেল ইহুদ, ওহাদ ইয়াহলোমি, এলিয়া কোহেন, অর লেভি, নামা লেভি, ওডেড লিফশিটজ, গাদি মোশে মোজেস, আব্রাহাম (আভেরা) মেনগিস্টো, শ্লোমো মান্তজুর, কিথ স্যামুয়েল সিগাল, সাচি ইদান, ওফার কালদেরন, তাল শোহাম, ডোরন স্টেইনব্রেচার, ওমের শেম তোভ, হিশাম আল -সাঈদ ও এলি শারাবী। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ইতোমধ্যে বন্দীদের পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। এদিকে, বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পরও ইসরাইলি বাহিনী বিমান হামলা অব্যাহত রয়েছে। অবশ্য চুক্তিটি গত রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তা তিন ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ বন্দীর মুক্তির পরিবর্তে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেয়া হবে। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী আরো পূর্ব দিকে সরে যাবে। এল ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়া ত্রাণবাহিনী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে। চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং ‘টেকসই শান্তির’ জন্য ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি। তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। এর জন্য অনকে বছর লেগে যেতে পারে। তবে হামাসের হাতে আর কেউ বন্দী থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন, চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে। তিনি আরো জানান, কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে এবং তারা ইসরাইল ও হামাস যেন চুক্তির সব শর্ত মেনে চলে, সেজন্যও তারা সচেষ্ট থাকবে। সূত্র : আল জাজিরা


এই বিভাগের আরো খবর