এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট: মোংলায় সড়কের ওপর রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী ভটভটিতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মোংলা-পেরিখালী সড়কের চাপড়া এলাকায় এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তার মধ্যে এক জনের অবস্থা আশংকাজন থাকায় তাকে খুলনায় পাঠানো হয়েছে। প্রতক্ষ্যদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, খুলনার লাউডোপ থেকে ধান কেটে ভটভটিযোগে মোংলার সোনাইলতলা গ্রামের বাড়ীতে আসছিলো কৃষকরা। পথিমধ্যে চাপড়া এলকায় সড়কের ওপর রাখা পাথরের সাথে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটির ড্রাইভারসহ ঘটনস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় ভটভটিতে থাকা অন্য দুই যাত্রী। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, একজনের অবস্থা অশংকজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের আপত্তি না থাকায় নিহতের লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।