বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুবি উপাচার্যের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন 

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি:  খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নির্মাণাধীন  পাইকগাছা কৃষি কলেজ পরিদর্শন করেছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বুধবার সকালে পাইকগাছা কয়রা সড়কের পাশে কৃষি কলেজ পরিদর্শন করেন। এসময় উপাচার্যের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজার ড. মোঃ নুরুন্নবী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, খুবির প্রকল্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ড. মোঃ খায়রুল আলম, পরিচালক পরিকল্পনা ড. সাইফুল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ফরেস্ট এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজমুস শাহদাৎ, এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর মোঃ ইয়াসমিন আলী, রেজিস্ট্রার প্রফেসর এসএম মাহবুবুর রহমান, অধ্যাপক শরীফ মোঃ খান, ড. আশিকুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গৌতম মজুমদার, আশরাফুল হক, উপ সহকারী প্রকৌশলী আকরাম হুসাইন ও মাহমুদুল হাসান। পরিদর্শন শেষে খুবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম কে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপাচার্যের সাথে মতবিনিময় করেন  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, আনোয়ারুল কাদীর, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জিএম রুস্তম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর