সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন রেকর্ড ভারতীয় নারী ক্রিকেটারদের

প্রতিনিধি: / ১৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নারী ওয়ানডে ক্রিকেটে যেখানে ৩০০ রান করাও অনেক বড় ব্যপার, সেখানে রীতিমত রেকর্ড গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রানের ইতিহাস গড়লো স্মৃতি মন্দানারা। ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে এটা সর্বোচ্চ রানের রেকর্ড। শুধু তাই নয়, স্মৃতি মন্দানা নিজেও রেকর্ড গড়লেন। ওয়ানডে ক্রিকেটে ভারতীয় নারীদের মধ্যে দ্রæততম শতরান করলেন তিনি। ৭০ বলে ৯টি বাউন্ডারি ও চার ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে ৩৭০ রান করেছিল ভারত। ওটাই ছিল এই ম্যাচের আগে ভারতের রেকর্ড। এবার নিজেদের রেকর্ড ভেঙে দিল তারা। তবে, নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। এই আয়ারল্যান্ডের বিপক্ষেই ২০১৮ সালে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা গড়েছিলো ৪৯১ রানের বিশাল ইনিংস। নিউজিল্যান্ডের ৪৫৫ ও ৪৪০ রানের আরও দুটি বড় ইনিংস রয়েছে। এ দু’টির একটি আয়ারল্যান্ড এবং অন্যটি পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে। ভারতের ৪৩৫ রান নারী ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড। ৪৩৫ রান করার পথে জোড়া সেঞ্চুর করে ভারতীয় ওপেনাররা। প্রাতিকা রাওয়াল এবং স্মৃতি মন্দানার ব্যাট থেকে আসে সেঞ্চুরিসহ দুটি বিশাল ইনিংস। ১২৯ বলে ১৫৪ রান করেন ওপেনার প্রাতিকা রাওয়াল। ২০টি বাউন্ডারি ও এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ৮০ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন স্মৃতি মন্দানা। রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে ওপেন করতে নেমে স্মৃতি মন্দানা ৭০ বলে সেঞ্চুরি করে ভারতীয় মহিলাদের মধ্যে যা দ্রæততম। ভেঙে গেল হরমনপ্রীত কৌরের নজির। তিনি গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮৭ বলে শতরান করেছিলেন। ওয়ানডেতে ক্রিকেটে নারীদের মধ্যে দ্রæততম শতরানটি মেগ ল্যানিংয়ের। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ৪৫ বলে শতরান করেছিলেন ২০১২ সালে। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মন্দানা মিলে ২৬.৪ ওভারে ২৩৩ রানের বিশাল জুটি গড়ে তোলেন। এ সময় আউট হন স্মৃতি মন্দানা। এরপর প্রাতিকা রাওয়াল ও রিচা ঘোষ মিলে গড়ে তোলেন আরও ১০৪ রানের বিশাল জুটি। ৪২ বলে ৫৯ রানের ঝড় তুলে আউট হন রিচা ঘোষ। প্রাতিকা রাওয়াল ও তেজাল হাসাবনিস মিলে গড়েন ৫০ রানের জুটি। দলীয় ৩৮৭ রানের মাথায় আউট হন প্রাতিকা রাওয়াল। ততক্ষণে তিনি করেন ১৫৪ রান। ২৫ বলে ২৮ রান করেন তেজাল হাসাবনিস। হারলিন দেওল ১০ বলে ১৫ রান করে আউট হন। জেমিমা রদ্রিগেজ ৪ রানে এবং দিপ্তি শর্মা ১১ রানে অপরাজিত থাকেন। দ্রæততম সেঞ্চুরির পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েন স্মৃতি। ভারতীয় নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম কেউ ওয়ানডে ক্রিকেটে ১০টি শতরান করলেন। তৃতীয় ওপেনার হিসাবে ওয়ানডেতে ক্রিকেটে এই ১০ শতরান করেন তিনি। মন্ধানা ছাড়া ল্যানিং (১৫) এবং সুজি বেটসের (১৩) একদিনের ক্রিকেটে দু’অঙ্কের শতরান রয়েছে। গত বছর এক দিনের ক্রিকেটে ১৩টি ইনিংসে ৭০০ রান করেছিলেন মন্ধানা। এক বছরে তিনি চারটি শতরান করেছিলেন, যা এক দিনের ক্রিকেটে রেকর্ড। মন্ধানার আগে এক বছরে নারীদের একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের সংখ্যা ছিল তিনটি। মেগ ল্যানিং (২০১৬), ন্যাট সিভার-ব্রান্ট (২০২৩), সোফি ডিভাইন (২০১৮), সিদরা আমিন (২০২২), অ্যামি স্যাটার্থওয়েট (২০১৬) এবং বেলিন্ডা ক্লার্ক (১৯৯৭) এক বছরে তিনটি করে শতরান করেছিলেন। এবার তাদের নজির ভেঙে দেন মন্ধানা।


এই বিভাগের আরো খবর