মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ‘যদি-কিন্তু’

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে আসরের স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে ১৫ জনের চ‚ড়ান্ত দল দেননি পিসিবির নির্বাচকরা। সায়েম আইয়ূবের ইনজুরি, আব্দুল্লাহ শফিকের অফ ফর্মের কথা চিন্তা করে ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে তারা। এর মধ্যে ১৮ জনের নাম জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দি নেশন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রæয়ারি। ১০ ফেব্রæয়ারির মধ্যে চ‚ড়ান্ত দল ঘোষণা করতে হবে আসরে অংশ নেওয়া আট বোর্ডের। পাকিস্তান ইনজুরিতে পড়া সায়েম আইয়ূবের ফিট হয়ে ফেরার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চায়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত খেলেছেন এই ওপেনার। পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছে, সায়েম আইয়ূব ফিট হয়ে ফিরলে আব্দুল্লাহ শফিক ও উসমান খানকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। এছাড়া পেসার সংখ্যা ছয় থেকে নামিয়ে চার করা হতে পারে। পাকিস্তানের ২০ জনের দলে নেই লেগ স্পিনার শাদাব খান। তবে দুই লেগি আবরার ও সুফিয়ান মুকিম জায়গা পেয়েছেন। তাদের একজন থাকতে পারেন চ‚ড়ান্ত দলে।
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, তাইয়েব তাহির, ইরফান খান নিয়জি, সুফিয়ান মাকিম, মোহাম্মদ হাসনাইন, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ, কামরান ঘুলাম, সালমান আলী আঘা, ইমাম উল, ফখর জামান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি।


এই বিভাগের আরো খবর