সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাওয়াজকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন তানজিম সাকিব

প্রতিনিধি: / ১৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

স্পোর্টস:খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় পায় সিলেট স্ট্রাইকার্স। বেশ উত্তাপ ছড়িয়েছিল ম্যাচটিতে। খুলনার পাকিস্তানি মোহাম্মদ নাওয়াজকে আউট করে তানজিম হাসান সাকিবের সঙ্গে কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাস্তি পেয়েছেন এই টাইগার পেসার। আচরণবিধি ভঙ্গের দায়ে তানজিম সাকিবের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সেইসঙ্গে নামের পাশে পেয়েছেন ৩টি ডিমেরিট পয়েন্টও। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে তানজিম সাকিবকে জরিমানা ও ৩ ডিমেরিট পয়েন্ট দিলেও বেঁচে গিয়েছেন নাওয়াজ। গতকাল সোমবার গণমাধ্যমকে হসানুল হক বলেন, ‘লেভেল ২ মাত্রার অপরাধের জন্য গতকালের ঘটনায় ৫০ শতাংশ জরিমানা হয়েছে তানজিম হাসান সাকিবকে। একই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’ খুলনার ইনিংসে ১৯তম ওভারে ঘটনাটি ঘটে। খুলনার নাওয়াজকে আউট করার পর তার দিকে এগিয়ে ধাক্কা দেন তানজিম সাকিব। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সিলেটের অন্য ক্রিকেটাররা পরিস্থিতি সামাল দেন।


এই বিভাগের আরো খবর