সর্বশেষ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে গতকাল (১২ জানুয়ারি) থেকে আন্দোলন শুরু করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে, শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে, এবং অস্থায়ী আবাসন না হলে অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে। আন্দোলনের শুরু থেকেই প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, অনশনে অংশ নেওয়া প্রায় ১৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু তাদের আন্দোলন থামানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের দাবিগুলি পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগানো হলেও সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে। তবে, তালা ঝুলানোর কারণে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শাটডাউনে একাত্মতা পোষণ করে তাদের বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এসব বিভাগের মধ্যে রয়েছে উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ, বাংলা, গণিত, ইতিহাস, ফার্মেসি, আইন, ভূমি ব্যবস্থাপনা, ও আইআর বিভাগ।

 

এদিকে, আন্দোলনের প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীরা সমাধান দাবি করলেও কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় আন্দোলন আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এই বিভাগের আরো খবর