ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাজার কমিটির নিজস্ব কার্যালয় এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তারের সভাপতিত্বে এবং ইউনিয়ন সচিব আশিষ ব্যানার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা শেখ শরিফুল কামাল কারিম,ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোফাজ্জেল হায়দার,খড়রিয়া ভূমি অফিসের নায়েব প্রবিত্র দত্ত,ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এড. কাজী ইয়াছিন,উপজেলা পর্যায়ের বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ,লায়ন মোঃ দেলোয়ার হোসেন,কবির হোসেন,মুশফিকুজ্জামান রিপন,মোল্লা রাজু আহমেদ,ইউপি সদস্য লিমা বেগম প্রমুখ। এসময় বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।