ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট সদর ইউনিয়নের দারুল কুরআন হোসনেয়ারা ক্যাডেট ইবতেদায়ী মাদ্রাসায় ৮ জানুয়ারী বুধবার সকাল ১১টায় প্লে এবং নার্সারির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোঃ শহিদুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসান কামরুল,তরুণ সমাজ সেবক হাফেজ আঃ সামাদ,মতিন চৌধুরী, মোঃ জাহাঙ্গীর মোল্লা সহ মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আবিদ আলি,শরিফা খাতুন,আফসানা শারমিন সুলতানা, আফরোজা সুলতানা। এসময় নতুন বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।