সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফাহিমের সাথে দুর্ব্যবহার প্রসঙ্গে মুখ খুললেন ফারুক

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নাজমুল আবেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহারের পেছনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার দাবি, চাপের মুখে উত্তেজিত হয়ে অবচেতন মনেই এই আচরণ করেছিলেন তিনি। তবে সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। সমপ্রতি যমুনা টিভিতে বোর্ড পরিচালক ও প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকারসহ প্রকাশিত এক খবরে দাবি করা হয়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার সাথে দুর্ব্যবহার করেছেন। কাজ করা কঠিন হওয়ায় বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন ফাহিম। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। যমুনা টিভির সাথে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সাথে ছিল।’ ফারুক আহমেদের দাবি, কাজের চাপ বেশি হওয়ার কারণেই এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, ‘নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’ এদিকে যেদিন ফাহিমের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে, সেদিন অর্থাৎ বিপিএলের উদ্বোধনী দিন বিসিবির প্রেসিডেন্ট বক্সে ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বিসিবি সভাপতির ওপর ক্ষোভ ঝেড়েছেন বলে খবর বেরিয়েছিল। এই বিষয়টিও ভূমিকা রেখেছে ফাহিমের সাথে কথাবার্তায়- স্বীকারোক্তি বিসিবি সভাপতির। ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়ত আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিৎ।’ তবে ফারুক আহমেদ আশ্বস্ত করেছেন, অভিমান কমেছে ফাহিমের, সমস্যারও হয়েছে সমাধান। তিনি বলেন, ‘ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র প্লেয়ার। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়ত মনঃক্ষুণ্ণ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি।’


এই বিভাগের আরো খবর